পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসামির পলায়ন
প্রকাশিতঃ ১৫ জানুয়ারি, ২০১৬
লক্ষ্মীপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ অস্ত্র মামলার এক আসামি পালিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে পুলিশ হেফাজতে বের হয়ে যাওয়া সময় হাতকড়াসহ তিনি পালিয়ে যান বলে জানান পিপি জসিম উদ্দিন।
পলাতক আতিকুর রহমান আজাদ সদর উপজেলার গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। সম্প্রতি তিনটি অস্ত্রসহ তাকে আটক করে র্যাব।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে বলে জানান পিপি।
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া (সার্কেল) বলেন, আদালত থেকে হাজিরা দিয়ে অস্ত্র মামলার আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।