মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাটোরে শিশুকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিতঃ ১৫ জানুয়ারি, ২০১৬  

নাটোর: নাটোরের সিংড়ায় খানজাহান নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শিশুটির ফুফাতো ভাই হেলাল উদ্দিন তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকা-ে জড়িত অভিযোগে শিশুটির ফুফু ও ফুফাতো ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে উপজেলার দুর্গম পল্লীর আগমুরশন গ্রামের হেলালের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।

শিশু খানজাহান আগমুরশন গ্রামের কৃষক আবু তালেবের ছেলে। সে উপজেলার আগমুরশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

থানা পুলিশ জানিয়েছে, নিহত শিশুর বড় বোন রোকেয়ার সঙ্গে তার ফুফাতো ভাই হেলালের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর তাদের বিচ্ছেদ হয়।

এর জের ধরে ছয় মাস আগে মামাতো ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ফুফাতো ভাই হেলাল উদ্দিন। এ বিষয়ে সিংড়া থানায় সাধারণ ডায়েরি করা হলে তা গ্রাম্য সালিশে মীমাংসা হয়। এরপর থেকেই বিভিন্ন সময় হেলাল প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়।

এরই জের ধরে ফুফাতো ভাই হেলাল বৃহস্পতিবার শিশু খানজাহানকে গোপনে বাড়িতে নিয়ে গলাটিপে হত্যা করে ঘরে বস্তার ভেতরে মরদেহ রেখে দেয়। পরে মিলন নামে এক ব্যক্তিকে আটকের পর মরদেহের অবস্থান জানতে পারে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হেলেনা (৪৫), মিলন (২৪), আসাদুল (২৪) নামে তিনজনকে আটক করে।

এ ব্যাপারে নিহতের বাবা আবু তালেব বাদী পাঁচজনকে আসামি করে সিংড়া থানায় একটি মামলা করেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।