মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

প্রকাশিতঃ ১৫ জানুয়ারি, ২০১৬  

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের চাকা পিষ্ট হয়ে সৈকত মন্ডল (১২) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে তালোড়া রেলঘুমটি এলাকায় এ ঘটনা ঘটে।

তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সৈকত ওই এলাকার লাফাপাড়ার হবু মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সৈকত সাইকেল চালিয়ে বাড়ি থেকে তালোড়া বাজারে যাচ্ছিল রেলঘুমটি এলাকায় পৌঁছানোর পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৈকতের মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসোনার বাংলা৭১.কমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।