মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্যামনগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০১৬  

সাতক্ষীরার শ্যামনগরে ট্রলির ধাক্কায় রাজ (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার( ১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজ রমজাননগর ইউনিয়নের তারালীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও ভেটখালী ফুলকড়ি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজকে নিয়ে তার মা ভেটখালী ফুলকড়ি কিন্ডার গার্টেনে যাওয়ার সময় স্কুলের কাছাকাছি পৌঁছালে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।