কলেজছাত্রীকে এসিডে ঝলসে দিল সাবেক স্বামী
প্রকাশিতঃ ১৩ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট সদরে এক কলেজছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে সাবেক স্বামী।
দগ্ধ নার্গিস আক্তার (২০) উপজেলার বুলু পাড়া গ্রামের মৃত সফিউল্লাহর মেয়ে। জয়পুরহাট জিয়াউর রহমান কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।
তাকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ সোনার বাংলা৭১ ডটকমকে জানান, মঙ্গলবার গভীর রাতে শহরের পাকারমাথায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মেয়েটির বড় ভাই নাদিম খান বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, প্রায় দুই বছর আগে রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামের মাছুদ রহমানের সঙ্গে নার্গিসের বিয়ে হয়।বনিবনা না হওয়ায় এক বছর আগে স্বামীকে তালাক দেয় নার্গিস।
“এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মাসুদ জোর করে নার্গিসকে অটোরিকশায় তুলে শহরের পাকারমাথায় নিয়ে মুখমণ্ডলে এসিড ছুড়ে পালিয়ে যায়।”
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, নার্গিসের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে ।