মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোমরায় ১২টি স্বর্ণের বার উদ্ধার, আটক ১

প্রকাশিতঃ ১১ জানুয়ারি, ২০১৬  

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।

ওই বারগুলো বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

সোমবার সকালে আটক জয়দেব ঘোষ (৫৫) ভোমরা গ্রামের নীলরতন ঘোষের ছেলে।

ফাইল ছবি
ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার গোলাম সরোয়ার জানান, সকাল সাড়ে ৯টার দিকে জয়দেব ঘোষ ভারতে পাচারের উদ্দেশ্য সোনাগুলো নিয়ে ভোমরা বন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

“গোপন সংবাদ পেয়ে বিজিবি তার দেহ তল্লাশি করে ১২টি সোনার বার উদ্ধার করে।”

জয়দেব দীর্ঘদিন ভারতে সোনা পাচার করছে বলে দাবি এই বিজিবি কর্মকর্তার।