মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বগুড়ায় ছাদ থেকে পড়ে দুই বোনের মৃত্যু

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক বগুড়া সদরে ছাদ থেকে পড়ে সহোদরা দুই শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরেক শিশু।

শুক্রবার সাবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি আবুল বাশার।

নিহতরা হলো বগুড়ার ঠনঠনিয়া হাজীপাড়ার বাসিন্দা ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বকুলের দুই মেয়ে রুবাইয়া জাফরিন রোশনি (১১) ও রোদোয়ানা জাফরিন রেশতা (৪)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল বাশার জানান, এ দুই বোন সাবগ্রাম এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিল।

“দুপুরে সেখানে একতলা বাড়ির ছাদে উঠে দুই বোনসহ ওই বাড়ির আরেক শিশু তৃতীয় শ্রেণির ছাত্রী সুকন্যা (১০) খেলছিল।

“এক পর্যায়ে ছাদের কার্নিশ ভেঙে তিন শিশু নিচে পড়ে যায় এবং কার্নিশের একাংশ ভেঙে তাদের উপর পড়ে।”

ওসি জানান, ঘটনাস্থলে চতুর্থ শ্রেণির ছাত্রী রোশনি মারা যায় এবং ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার ছোট বোন রেশতা মারা যায়।

আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।