মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাবনায় রিভলবারসহ যুবক আটক

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে রিভলবারসহ শাকিল প্রামাণিক (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।

শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। শাকিল ওই এলাকার শুকুর আলী প্রামাণিকের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মেদ আলী বিশ্বাস সোনার বাংলা ৭১.কমকেজানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ শাকিলকে আটক করে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে শাকিলকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।