পাবনায় অপহৃত এক স্কুলশিক্ষককে উদ্ধার করেছে পুলিশ।
প্রকাশিতঃ ০৭ জানুয়ারি, ২০১৬
পাবনায় অপহৃত এক স্কুলশিক্ষককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সদর উপজেলার মাহমুদপুর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি আব্দুল্লা আল হাসান।
এ সময় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
উদ্ধার বুলবুল আহমেদ উপজেলার সুধীর কুমার হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। বাড়ি সুজানগর উপজেলার খয়রান গ্রামে।
আটককৃতরা হলেন সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে রিপন মিয়া (২২) ও একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে শামিম হোসেন (২৫)।
ওসি , গত মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংকের পাবনা টাকা তুলে বের হওয়ার সময় বুলবুল আহমেদকে তাকে ধরে নিয়ে যায় রিপন মিয়া ও শামিম হোসেন।
“পরে মাহমুদপুরের একটি বাড়িতে রেখে ওই শিক্ষকের পরিবারের কাছে মোবাইলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। এ ঘটনায় ওই শিক্ষকের ভাই মহিবুল ইসলাম নান্টু থানায় লিখিত অভিযোগ করেন।”
পুলিশ অভিযান চালিয়ে বুধবার সকালে রিপনের বাড়ি থেকে উদ্ধার করে ওই শিক্ষককে।
এ সময় অপহরণকারী রিপন ও শামিমকে আটক করা হয় বলে জানান ওসি।