আখাউড়ায় বিজয় এক্সপ্রেসের যাত্রা বিরতি শুরু
প্রকাশিতঃ ০৭ জানুয়ারি, ২০১৬
মেহেদী হাসান মিলন =ব্রাহ্মণবাড়িয়া: বৃহস্পতিবার (৭ জানুয়ারি) থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় আখাউড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র তাকজিল খলিফা কাজল স্টেশনের প্লাটফর্মে যাত্রীদের ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে যাত্রা বিরতির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেনডেন্ট জসীম উদ্দিন জানান, আখাউড়া রেল স্টেশনে চট্টগ্রাম ও ময়মনসিংহ উভয় রুটের যাত্রীদের জন্য ১০টি আসন বরাদ্দ থাকছে।
ট্রেনের যাত্রা বিরতিতে বিশেষ অবদান রাখায় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হককে অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকজিল খলিফা কাজলকে পুনরায় এ পৌরসভাতে মেয়র পদে বিজয়ী করায় উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়াতে বিজয় এক্সপ্রেসের যাত্রা বিরতির ব্যবস্থা করেন। ট্রেনটি এখানে যাত্রা বিরতি করায় আখাউড়ার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এর আগে এ রুটে ট্রেনটি আরো সাতটি স্টেশনে যাত্রা বিরতি করতো