মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আখাউড়ায় ফের মেয়র আ. লীগের কাজল

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৬  

takjil-kazol-khalifa20151227162425
প্রচ্ছদ > সমগ্র বাংলাদেশ
আখাউড়ায় ফের মেয়র আ. লীগের কাজল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 2015-12-31 00:17:31.0 BdST Updated: 2015-12-31 00:17:31.0 BdST

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত হলেন বর্তমান মেয়র আওয়ামী লীগের তাকজিল খলিফা কাজল।

বুধবার রাতে রিটার্র্নিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন নির্বাচনের ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে তাকজিল খলিফা কাজল পেয়েছেন ১৪ হাজার ৬৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজি মন্তাজ মিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন তিন হাজার ২৩ ভোট।

নির্বাচনে মেয়র পদে লাড়াইয়ে ছিলেন পাঁচজন। তবে দুপুর ১২টার মধ্যেই বিএনপির মন্তাজ ও তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।

পৌরসভায় ভোটার ২৪ হাজার ৯৫০ জন; ভোট হয় ১১টি কেন্দ্রে।